Thursday, September 18, 2014

২০১৫ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ভূগোল দ্বিতীয় পত্রের সম্ভাব্য প্রশ্নাবলী


১ম অধ্যায় (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মানব ভূগোলের সংজ্ঞা দাও।
২। মানব ভূগোলের শ্রেণীবিভাগ কর।
৩। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখ।
৪। জাপানের প্রধান প্রধান শিল্প ও শিল্পাঞ্চলগুলোর নাম লিখ।
৫। এশিয়ার জলবায়ুর শ্রেণীবিভাগ লিখ।

১ম অধ্যায় (রচনামূলক)

১। মানব ভূগোলের ক্ষেত্র ও বিষয়বস্তু আলোচনা কর।
২। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা কর।
৩। মানব ভূগোলের শ্রেনীবিভাগ আলোচনা কর।

২য় অধ্যায় (সংক্ষিপ্ত)

১। জনমিতিক উপাদানগুলো লিখ।
২। অভিগমনের সংজ্ঞা দাও।
৩। অভিগমনের শেণীবিভাগ লিখ।
৪। নারী-পুরুষ অনুপাত কী? এর সমীকরণ লিখ।
৫। নিবিড় ও বিরল জনবসতি বলতে কী বুঝ?
৬। বয়:পিরামিড বলতে কী বুঝ?

২য় অধ্যায় (রচনামুলক)

১।  জনমিতিক উপাদানগুলোর বর্ণনা দাও।
২। অভিগমন এর কারণ আলোচনা কর।
৩। বিভিন্ন প্রকার অভিগমনের বর্ণনা দাও।
৪। বাংলাদেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর।
৫। জনমিতিক ট্রানজিশনাল মডেলের বর্ণনা দাও।

৩য় অধ্যায় (সংক্ষিপ্ত)

১। বসতির সংজ্ঞা দাও।
২। বাংলাদেশের গ্রামীণ বসতির শ্রেনীবিভাগ লিখ।
৩।  বাংলাদেশের গ্রামীণ হাটবাজারের বৈশিষ্ট্য লিখ।
৪। গ্রামীণ হাটবাজার গড়ে ওঠার কারণ লিখ।
৫। বাংলাদেশের নগর জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ লিখ।
৬। বাংলাদেশের নগর জনসংখ্যা বৃদ্ধির সমস্যাসমূহ লিখ।

৩য় অধ্যায় (রচনামুলক)

১। বাংলাদেশের বিভিন্ন প্রকার গ্রামীণ বসতির বিবরণ দাও।
২। বাংলাদেশের নগরায়নের ধারা আলোচনা কর।
৩। বাংলাদেশের গ্রামীণ হাটের বৈশিষ্ট্য আলোচনা কর।
৪। বাংলাদেশের নগর সমূহে অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যা ও সমাধান আলোচনা কর।

৪র্থ অধ্যায় (সংক্ষিপ্ত)

১।  দশটি শীর্ষ ধান উৎপাদনকারী দেশের নাম লিখ।
২। পৃথিবীর রুটির ঝুড়ি বলতে কী বুঝ?
৩। খাদ্যশস্য ও অর্থকরী শস্য বলতে কী বুঝ?
৪। বাংলাদেশের অর্থকরী ফসলের নাম লিখ।

৪র্থ অধ্যায় (রচনামুলক)

১। কৃষিকার্যের উপর ভৌগোলিক নিয়ামকের প্রভাব আলোচনা কর।
২। ধান চাষের অনুকুল নিয়ামক সমূহ উল্লেখ পূর্বক ইহার বিশ্ব বন্টন, উৎপাদন ও বানিজ্য আলোচনা কর।

৫ম অধ্যায় (সংক্ষিপ্ত)

 

পরবর্তী অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য অপেক্ষা করুন।

শিক্ষক ও শিক্ষার্থীদের প্রিয় সাইট

2 comments:

  1. অসংখ্য ধন্যবাদ । ফ্যাশন কখনো এক গন্ডিতে থেমে থাকে না। নিয়মিতই গড়িয়ে চলে এটি। অনেকে ভাবে, ফ্যাশন হলো আপনার স্টাইল। ফ্যাশন আর ষ্টাইলের মধ্যে পার্থক্য রয়েছে।
    বিস্তারিত, ফ্রী ডাউলোড করুন
    Bangla Audio
    Hindi Audio
    Kolkata Audio
    নিউবাস্ক থেকে প্রতি মাসে - Hindi Video
    ১৫০০০-২০০০০ টাকা - Kolkata Video
    আয় করুন খুব সহজে - Bangla Video
    ঘরে বসে - New Natok
    অনেক ধন্যবাদ - Android Apps

    ReplyDelete
  2. Lucky Club casino site | Lucky Club Online Casino
    Lucky Club casino site. Lucky Club online casino is a fantastic online casino, where a lot of games luckyclub and players love them all. It is known for great promotions

    ReplyDelete