Saturday, August 23, 2014

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য প্রশ্নাবলী (ভূগোল ১ম পত্র)




২০১৫ সালের পরীক্ষার্থীদের জন্য


সম্পদনায়

সুলতান মামুন(রতন)
প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজ
ধোবাউড়া, ময়মনসিংহ।

ই-মেইল: mamun.geography@gmail.com
ভূগোল সাইট: hscgeo.blogspot.com
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাইট: itvillage21.blogspot.com
লোকাল নিউজ সাইট: newsdhobaura.blogspot.com
বিউটি টিপস সাইট: rup24.blogspot.com

১ম অধ্যায়

১। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও।**
.......................................................................................
২। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা কর। ****
৩। প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব/প্রয়োজনীয়তা আলোচনা কর।****

২য় অধ্যায়

১। ভূত্বকের সংজ্ঞা দাও।**
২। ভঙ্গিল পর্বত কী?**
৩। ব-দ্বীপ কাকে বলে?**
৪। মালভূমি কী?** সমভূমির শ্রেণীবিভাগ কর।
৫। প্লাবন সমভূমি কাকে বলে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কী?
......................................................................................
৬।  ভূঅভ্যন্তরের গঠন প্রণালীর বিবরণ দাও।****
৭। বাংলাদেশের ভূপ্রকৃতির বিবরণ দাও।****

৩য় অধ্যায়

১। পাত সঞ্চালন কী? ভ’মিকম্প প্রবণ অঞ্চলগুলোর নাম লিখ।
৩। রাসায়নিক বিচূর্ণীভবন কাকে বলে?
৪। নদী কীভাবে উৎপত্তি লাভ করে?
.......................................................................................
***পাত সঞ্চালন প্রক্রিয়ার বিবরণ দাও।****
*** ভূমিকম্প কী? এর কারণ ও ফলাফল আলোচনা কর।****
***আগ্নেয়গিরি কী? এর অগ্নুৎপাতের কারণ ও ফলাফল আলোচনা কর।****
*** সুনামী কী? এর কারণ ও ফলাফল আলোচনা কর।****
*** বিচুর্ণীভবন কী? যান্ত্রিক বিচূর্ণীভবন প্রক্রিয়া আলোচনা কর।****
*** নদীর সঞ্চয়জাত সমভূমির বিবরণ দাও।****
*** বাংলাদেশের ভূমিক্ষয় রোধের উপায় গুলো আলোচনা কর।****

৪র্থ অধ্যায়

১। ট্রপোমন্ডলের বিবরণ দাও।**
২। বায়ুদূষণ কী?
৩। ওজন গ্যাস কী?
৪। বায়ুমন্ডলের স্তর সমূহের নাম লিখ।
..........................................................................................
৫। বায়ুমন্ডলের স্তর সমূহের বিবরণ দাও।****
৬। বায়ুদূষনের কারণ ও ফলাফল আলোচনা কর।****
৭। বায়ুদূষন প্রতিরোধের উপায় আলোচনা কর।****

৫ম অধ্যায়

১। জলবায়ু কাকে বলে?
২। জলবায়ুর উপাদান সমসূহ কী কী?
৩। নিয়ত বায়ুপ্রবাহ কী? সাময়িক বায়ু ও স্থানীয় বায়ু কাকে বলে?
৪। বানিজ্য বা পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলো লিখ।
৫। বায়ুর চাপ বলয়গুলোর নাম লিখ।
৬। নিরক্ষীয় শান্তবলয় কাকে বলে?
৭। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কী? বৃষ্টিপাত কীভাবে সংঘঠিত হয়?
৮। অশ্ব অক্ষাংশ কী? পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা কী?
....................................................................................
৯।  জলবায়ুর নিয়ামক সমূহের বিবরণ দাও।****
১০। মানব জীবনের উপর জলবায়ুর প্রভাব আলোচনা কর।****
১১। ঘূণিঝড় কী? এর কারণ ও ফলাফল আলোচনা কর।****
১২। কালবৈশাখীর কারণ ও ফলাফল আলোচনা কর।****
১৩। টর্ণেডো কী? এর কারণ ও ফলাফল আলোচনা কর।****

৬ষ্ঠ অধ্যায়

১। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখ।
২। নিরক্ষীয় জলবায়ু প্রভাবিত পাঁচটি দেশের নাম লিখ।
৩। ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের নাম লিখ।
৪। গ্রীণ হাউজ কী?
.....................................................................................
১। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩। গ্রীনহাউজ প্রতিক্রিয়ার প্রভাব আলোচনা কর।
৪। বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব আলোচনা কর।

৭ম অধ্যায়

১। পৃথিবীর মহাসাগরগুলোর নাম ও আয়তন লিখ।
২। শৈলশিরা কী/ মধ্য আটলান্টিক শৈলশিরা বর্ণনা কর।
৩। ১০টি সমুদ্রখাতের নাম লিখ।
৪। মহীসোপান ও মহীঢালের মধ্যে পার্থক্য লিখ।
৫। গর্জনশীল চল্লিশা কী?
.....................................................................................
৬। মহাসাগরীয় তলদেশের ভূমিরুপের বিবরণ দাও।


৮ম অধ্যায়

১। সমুদ্র স্রোতের কারণ সমূহ উল্লেখ কর।
২। ভারত মহাসাগরীয় স্রোত সমুহের নাম লিখ।
৩। শৈবাল সাগর কী? বানিজ্যের উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা কর।
৪। উপসাগরীয় স্রোতের বিবরণ দাও। জোয়ারের বান কী?
.................................................................................................
৫।  ভারত মহাসাগরের স্রোতসমূহের বিবরণ দাও।
৬। আটলান্টিক মহাসাগরের স্রোতসমূহের বিবরণ দাও।
৭। জোয়ার ভাটা কী? এর কারণ ও ফলাফল আলোচনা কর।
৮। জোয়ার-ভাটার শ্রেণিবিভাগসহ আলোচনা কর।
৯। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ারের প্রভাব আলোচনা কর।

নবম অধ্যায়

১। বায়োম কী?
২। নাইট্রোজেন চক্র কী?
৩। ইকোসিস্টেম কী?
৪। জীববৈচিত্র বলতে কী  বুঝ?
৫। সুন্দরবনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৬। একটি পুকুরের বাস্তুসংস্থানের চিত্র অংকন কর।
৭। পরিবেশ দূষণ কী?
................................................................................
৮। অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের ভূমিকা আলোচনা কর।
৯। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ বিশ্লেষণ কর।
১০। পানিদূষণ রোধের উপায়গুলো বর্ণনা কর।
১১। মাটিদূষণের কারণ ও প্রতিরোধের উপায়গেিলা লিখ।
১২। বায়ুদূষনের কারণ ও ফলাফল লিখ।

1 comment:

  1. Casino Las Vegas - Mapyro
    The Casino at Wynn Las Vegas has an abundance of slot machines, a huge selection of table 천안 출장안마 games, 진주 출장샵 and so many slot 구리 출장안마 machines. The Casino at 창원 출장안마 the Wynn 파주 출장안마 Las Vegas is the

    ReplyDelete